রাজ্য

‘‌গোহত্যা–গোমাংস খাওয়া মহা অপরাধ’‌

বিদ্বজ্জনদের বেনজির আক্রমণ করলেন বিজেপি’‌র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একদিন আগেই তিনি গরুর দুধ থেকে সোনা পাওয়া যায় বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। এবার থেকে গোমাংস নিয়ে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কোপের মুখে বিদ্বজ্জনেরা। মঙ্গলবার তাঁদের আক্রমণ করে দিলীপ বলেন, ‘‌গোমাংসের পাশাপাশি কুকুরের মাংসও ভক্ষণ করুন বুদ্ধিজীবী মহল।’‌
বর্ধমানে গোপাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে সংবাদসংস্থা এএনআই–কে দিলীপ বলেন, ‘‌কিছু বিদ্বজ্জন আছেন, যাঁরা রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খান। আমি তাঁদের বলব আপনারা কুকুরের মাংসও খান। তাঁরা যে মাংসই খান, তাতে তাঁদের স্বাস্থ্য ভালই থাকবে। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে খান কেন? নিজের বাড়িতে বসেই খান।’‌ কয়েক মাস আগে রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খেয়েছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য ও সুবোধ সরকার। তখন পরিস্থিতি অবশ্য ভিন্ন রূপ নিয়েছিল। গোমাংস যাঁরা খাচ্ছিলেন বা কিনছিলেন তাঁদের নিগ্রহ করা হচ্ছিল গেরুয়া শিবিরের পক্ষ থেকে। তার প্রতিবাদেই গোমাংস কলকাতার রাজপথে খেতে দেখা গিয়েছিল তাঁদের। আর দিলীপ ঘোষের আক্রমণের নিশানায় তাঁরাই বলে মনে করা হচ্ছে।
এমনকী কার্যত হুঁশিয়ারি দিয়ে দিলীপ বলেন, ‘‌গরু আমাদের মা। গরুর দুধ খেয়েই আমরা বেঁচে থাকি। তাই আমার মায়ের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, তাহলে তার সঙ্গেও আমি যা করা উচিত তা করব। ভারতের পবিত্র মাটিতে গোহত্যা–গোমাংস খাওয়া মহা অপরাধ।’‌