যে স্লোগান দিল্লির হিংসায় বারুদের কাজ করেছিল সেই স্লোগান এবার কলকাতাতেও। রবিবারও শহিদ মিনারে অমিত শাহের জনসভায় আসার সময়ই বিজেপি’র মিছিল থেকে ফের স্লোগান উঠল ‘গোলি মারো...’। বিজেপি কর্মী সমর্থককে বলতে শোনা গেল ‘দেশ কে গদ্দারোঁ কো / গোলি মারো সালোঁ কো’। তবে পুলিশ ওই মিছিলের মাঝখানে ঢুকে নিরস্ত করে বিজেপি কর্মীদের।
উল্লেখ্য, দিল্লি নির্বাচনের আগে একজন বলেছিলেন গোলি মারো। আর একজনের হুমকি ছিল, দিল্লিতে ক্ষমতায় এলে ১ ঘণ্টার মধ্যে ফাঁকা করে দেব শাহিনবাগ। নির্বাচনী প্রচারে বিতর্কিত দুই মন্তব্যের জন্য বিজেপি’র দুই সাংসদ অনুরাগ ঠাকুর (যিনি কেন্দ্রীয় মন্ত্রীও) এবং পরবেশ সিং ভার্মার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল নির্বাচন কমিশন। এদিন গ্র্যান্ড হোটেলের পাশের গলিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কিছু মানুষ। তাঁদের হাতে সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী পোস্টার। অমিত বিরোধী পোস্টারও ছিল বিক্ষোভকারীদের হাতে। তখন বিক্ষোভকারীদের লক্ষ করে আচমকাই দিল্লির কায়দায় ‘গোলি মারো’ স্লোগান দিতে থাকেন ওই বিজেপি কর্মী–সমর্থকরা।
একবার নয়, টানা এই স্লোগান দিতে দিতে মিছিল করে শহিদ মিনারের দিকে হাঁটতে থাকেন বিজেপি’র নেতা, কর্মী এবং সমর্থকরা। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল শহরজুড়ে। অমিত শাহের সভার বিরোধিতা করে ধর্মতলায় তুমুল বিক্ষোভ দেখায় জনতা। যদিও পুলিশের তৎপরতায় তা করতে পারেননি তাঁরা। যদিও এই নিয়ে বিজেপি নেতারা এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। ঘটনাস্থলে উপস্থিত হন যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা, অতিরিক্ত কমিশনার ডিপি সিং–সহ কয়েকজন পুলিশ কর্তা।
