লোকসভায় এদিন খোলাখুলি রাহুল গান্ধীকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। নাম না করে রাহুল গান্ধীকে ‘টিউবলাইট’ বলে ব্যঙ্গ করলেন প্রধানমন্ত্রী। একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীকে যুবসমাজ ডান্ডা দিয়ে মারবে বলেছিলেন রাহুল। এদিন তারই জবাব দেন মোদী। এদিন লোকসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি শুনেছি একজন বিরোধী সাংসদ দাবি করেছেন, তরুণরা আর ৬ মাস পর আমাকে ডান্ডা দিয়ে মারবে। আমি তো ঠিক করেছিলাম সূর্য নমস্কার আরও বেশি করে করব। এইসব গালাগাল সহ্য করার জন্য আমার পিঠ যাতে শক্ত হয়। গত ১০ বছরে আমি এত গালাগাল সহ্য করেছি, যে এখন এইসব নেগেটিভিটি আমাকে স্পর্শ করে না।’
বৃহস্পতিবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী। তখন তাঁর কথায় রাহুল দেরিতে প্রতিক্রিয়া জানানোর জন্য উঠে দাঁড়ানোয় মোদী নাম না করে তাঁকে ব্যঙ্গ করে বলেন, ‘আমি প্রায় ৩০–৪০ মিনিট কথা বলছি। কিন্তু এতক্ষণে ওখানে বিদ্যুৎ পৌঁছেছে। কিছু কিছু টিউবলাইট দেরিতে জ্বলে।’ রাহুলকে ব্যঙ্গ করার সঙ্গে সঙ্গেই তাঁকে হাতের ইশারায় বসতেও বলেন মোদী।
রাহুল পাল্টা প্রতিক্রিয়া দিতে উঠলেও সংসদের হইচইয়ে রাহুলের কথা শোনা যায়নি। দু’ঘণ্টার বেশি বক্তৃতায় দেশভক্তি, পাকিস্তান, নাম না করে শাহিনবাগ, জওহরলাল নেহরু সঙ্গে রাহুল গান্ধী— বাদ পড়ল না কিছুই। প্রধানমন্ত্রীর মসকরায় টেবিল চাপড়ানোর ঝড় উঠল শাসক পক্ষের থেকেও।