দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর হামলাকে কার্যত সমর্থনই করলেন রাজ্য বিজেপি’র সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, দেশের বিভিন্ন রাজ্যে গেরুয়া শিবিরের কেউ মার খেলে এমন ক্ষোভ দেখা যায় না। কিন্তু কমিউনিস্টরা মার খেলেই শোরগোল হয়। তিনি বলেন, ‘কমিউনিস্টদের মার খাওয়াই উচিত। কারণ সেই সময় এসেছে। এমনটা আরও ঘটবে।’
রবিবার সন্ধ্যায় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালায় মুখোশধারী দুষ্কৃতীরা। লাঠি হাতে পড়ুয়া–সহ হামলা চালানো হয়েছে অধ্যাপকদের উপরও। এই পরিস্থিতিতে যখন সবাই নিন্দা করছে তখন তিনি দুষ্কৃতীদের পাশে দাঁড়ালেন। তাঁর এই মন্তব্যে আরও তোলপাড় হয়ে গেল রাজ্য–রাজনীতি। এই ঘটনায় এমন মন্তব্য বিরল বলেই মনে করছেন সবাই। তা না হলে কেউ বলতে পারে না, কমিউনিস্টদের মার খাওয়ার সময় এসেছে। তাই মার খাওয়াই উচিত।
এই নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, গেরুয়া শিবিরের লোকেরা মার খেলে তো এমন ক্ষোভ দেখি না। আমাদের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে যখন চুলের মুটি ধরে যাদবপুরে মারধর করা হল, তখন তো কেউ কোনও কথা বলল না। মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করেননি। যখন রাজ্যপালের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হল, তখন তো প্রতিবাদ হল না। এখন কমিউনিস্টরা মার খেয়েছে, হইচই শুরু হয়ে গিয়েছে। এটা মানতে হবে যে কমিউনিস্টদের মার খাওয়ার সময় এসেছে।