ইস্ট–ওয়েস্ট মেট্রোর উদ্বোধন ইস্যুতে আমন্ত্রণ বিতর্কে ব্যথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে দুঃখপ্রকাশ করতে দেখা যায় তাঁকে। যে প্রকল্পের জন্য তাঁকে ‘চোখের জল পর্যন্ত ফেলতে হয়েছে’, তার উদ্বোধনের কথা জানানোও হল না! এভাবেই দুঃখপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘তখন ইউপিএ সরকারে ছিলাম। কষ্ট লাগে। চোখের জল ফেলতে হয়েছিল প্রকল্পের টাকা জোগাড় করতে। আমার ছবির দরকার ছিল না। একটা খবর তো দিতে পারত।’
সল্টলেকের সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত ছ’টি স্টেশনে ইস্ট–ওয়েস্ট মেট্রো চলাচল শুরু হওয়ার ২৪ ঘণ্টা পরে মমতা বললেন, ‘বাংলায় প্রচুর রেলের প্রকল্প এনে দিয়েছি। এই প্রকল্পগুলোর জন্য আমাকে চোখের জল পর্যন্ত ফেলতে হয়েছে। সব কিছু করার পরেও উদ্বোধনের দিন একবার জানানো হল না!’ উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানো ইস্যুতে বিতর্ক দানা বাঁধে। ইস্ট–ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, পুরমন্ত্রী, মুখ্যসচিব কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। শুধুমাত্র আমন্ত্রণ করা হয়েছে স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক সুজিত বসু এবং কৃষ্ণা চক্রবর্তীকে।
এদিন বিধানসভায় বাজেট অধিবেশনের ওপর ধন্যবাদজ্ঞাপক ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি ইস্ট–ওয়েস্ট মেট্রোর কথা এনে মমতা বলেন, ‘আমার খুব খারাপ লাগছে। এগুলো আমি বাইরে বলি না। নিজেদেরই দুর্বলতা বলে মনে হয়।’ উদ্বোধনী অনুষ্ঠানে বাবুল সুপ্রিয়কে বলতে শোনা যায়, রাজ্যের কেউ থাকলে ভাল লাগত।
