লিড নিউজ

‘‌একজন চা–ওয়ালা থেকে আজ দেশের নেতৃত্বে’‌

চা–ওয়ালা হিসাবে জীবন শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। আজ তিনিই দেশকে নেতৃত্ব দিচ্ছেন। যা দেশের পক্ষে শুধু গর্বের নয়, উদাহরণও। সোমবার মোতেরার সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে ‘‌নমস্তে ট্রাম্প’‌ অনুষ্ঠানে এই ভাষাতেই মোদীর ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন ট্রাম্প বলেন, ‘নরেন্দ্র ‌মোদী শুরু করেছিলেন চা–ওয়ালা হিসেবে। আজ প্রধানমন্ত্রী মোদী এই বৃহত্তম গণতন্ত্রের সব চেয়ে সফল নেতা।’‌ তারপরই পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, পাকিস্তানকে সন্ত্রাস দমনে কড়া ব্যবস্থা নিতেই হবে। ভারতীয় উপমহাদেশ এলাকায় সন্ত্রাস দমনে ভারত–আমেরিকা যৌথভাবে কাজ করবে।
মঞ্চে দাঁড়িয়ে তিনি জানান, মোদীকে সবাই ভালোবাসেন। কিন্তু আমি বলছি, উনি খুবই কড়া। মোদি আপনি শুধু গুজরাটেরই গর্ব নন। আপনি সেই জীবন্ত উদাহরণ যাতে বোঝা যায় যে কঠোর পরিশ্রম এবং কর্তব্যপরায়ণতায় ভারতীয়রা যা চান তা হাসিল করতে পারেন। প্রধানমন্ত্রী আপনি অসাধারণ উত্থানের এক চলন্ত গাথা। এই মন্তব্য পাকিস্তানকে বার্তা দিতেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ইসলামাবাদের উদ্দেশ্যে কার্যত তোপ দেগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রত্যেক দেশের অধিকার রয়েছে তাঁদের দেশের সীমান্ত সুরক্ষিত রাখার। ভারত–আমেরিকা সন্ত্রাস নিয়ে নিরন্তর মত বিনিময় করে। দুই দেশ একসঙ্গে সন্ত্রাস দমনে কাজ করবে। পাকিস্তানের সঙ্গেও আমেরিকা কাজ করছে, যাতে তারা সন্ত্রাসের সঙ্গে কোনও আপস না করে কড়া হাতে দমন করে।’‌ ট্রাম্প জানিয়ে দেন তাঁর এবারের সফরে কোনও বাণিজ্যিক চুক্তি না হলেও মঙ্গলবার ৩ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক হেলিকপ্টার এবং অন্যান্য অস্ত্র কেনার চুক্তি সই করব ভারতের সঙ্গে, কারণ আমেরিকাই বিশ্বের মধ্যে সবচেয়ে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বানায়। বাণিজ্যিক চুক্তিও খুব দ্রুত স্বাক্ষরিত হবে বলে জানান ট্রাম্প।