লিড নিউজ

‘‌আমেরিকার পথেই জঙ্গি নিকেশ করা উচিত’‌

সন্ত্রাসবাদ নির্মূল করতে হলে আমেরিকার দেখানো পথেই হাঁটতে হবে। স্পষ্ট করে বললেন তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত। তাঁর দাবি, সন্ত্রাস দমন করতে হলে প্রথমে বোঝা জরুরি সন্ত্রাসের মূলটা কোথায়। নাম না করেই বৃহস্পতিবার পাকিস্তানকে একঘরে করার ডাকও দিয়েছেন বিপিন রাওয়াত। তাঁর কথায়, ‘‌কয়েকটি দেশ সন্ত্রাসে ক্রমাগত মদত জুগিয়ে যাচ্ছে। এই সন্ত্রাস থেকে বাঁচার একটিমাত্রই উপায় রয়েছে। ৯/‌১১–এর পর মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সন্ত্রাসকে খতম করেছে, একমাত্র সেই পথে হেঁটেই সন্ত্রাসকে উপড়ে ফেলা সম্ভব।’‌
প্রতিবেশী দেশের প্রসঙ্গে পাকিস্তানের নাম না করে রাওয়াত জানান, সন্ত্রাসবাদের এত বাড়বাড়ন্তের কারণ কিছু রাষ্ট্র। তারা আততায়ীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। অর্থ দিচ্ছে। ফলে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। সন্ত্রাস দমনে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের উদ্যোগের প্রশংসা করেছেন বিপিন রাওয়াত। সূত্রের খবর, আইএমএফ, বিশ্ব ব্যাঙ্ক, এডিবি, ইউরোপীয় ইউনিয়নকে বার্তা দেওয়া হয়েছে, ফেব্রুয়ারির দিকে নজর রেখে প্রস্তুতি শুরু করে দিতে। যদি সন্ত্রাসে পুঁজি জোগানের প্রশ্নে ওই সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয় ইসলামাবাদ, তা হলে দ্রুত নিষেধাজ্ঞা বহাল করতে হবে।
বৃহস্পতিবার দেশের সন্ত্রাসবিরোধী লড়াই সম্পর্কে বিপিন রাওয়াত বলেন, ‘‌ওরা (আমেরিকা) তখন বলেছিল, ‘আসুন আমরা সন্ত্রাসবিরোধী বিশ্বযুদ্ধের পথ বেছে নিই।’ সন্ত্রাসবাদীদের শিক্ষা তো দিতেই হবে। যারা সন্ত্রাসবাদে মদত দিচ্ছে তাদেরও শিক্ষা দিতে হবে। কারণ ‌এত লড়াই করেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থামানো যাচ্ছে না। আমাদের সবাইকে ক্রমাগত সন্ত্রাসবাদের সঙ্গে লড়তে হচ্ছে। তাই এবার গোড়া থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে।’‌