রাজ্য

‘‌আমি ব্যাথিত, সেন্সর রাজ্যের’‌

কার্নিভালের দিন তাঁকে ডেকে ইচ্ছাকৃতভাবে তাঁকে অপমান করেছে রাজ্য সরকার। ১১ অক্টোবরের ঘটনার এভাবে প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকার। তাঁর অভিযোগ, তাঁকে সেন্সরশিপ করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। আসলে তাঁকে কোথাও দেখানো হয়নি বলেই এই অভিযোগ করেছেন তিনি।
ঠিক কী বলেছেন রাজ্যপাল?‌ রাজ্যপাল জানান, কার্নিভালের দিন তিনি সেখানে উপস্থিত ছিলেন। পুরো সময়টাই তিনি উপস্থিত ছিলেন। কিন্তু তাঁকে কোথাও দেখানো হয়নি। এমনকী তাঁর নামোল্লেখ পর্যন্ত করা হয়নি। এই ঘটনায় তিনি যথেষ্ট অপমানিত বোধ করেছেন। কার্নিভাল অনুষ্ঠানে তাঁর জন্য আলাদা মঞ্চ তৈরি করা হয়েছিল। এই সবকিছুতেই তিনি ব্যথিত।
তাঁর চোখে জল এসে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। সেদিন তিনি প্রায় কেঁদে ফেলেছিলেন বলেও জানিয়েছেন জগদীপ ধনকার। তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান। তিনি রাজ্যের প্রথম নাগরিক। তা সত্ত্বেও কেন তাঁর সঙ্গে সেদিন এই ব্যবহার করা হল? প্রশ্ন রাজ্যপালের। উল্লেখ্য, বাবুল, জিয়াগঞ্জ এবং এবার সেন্সর নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের বিরোধ তুঙ্গে।