লিড নিউজ

‘‌আমি আন্দোলন থামাব না’‌

বিজেপি’‌র রাজ্য সভাপতি যখন তৃণমূল–সহ বিরোধীদের লাশ ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন, তখন পাল্টা তাদের একঘরে করে দেওয়ার নিদান দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পুরুলিয়া থেকে তিনি সুর চড়িয়ে তিনি বলেন, ‘‌জোট বাঁধুন। বিজেপিকে একা করে দিন।’‌
এদিন তিনি জানান, বৈধভাবে এদেশে বসবাসকারী নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে বিজেপি। ‘‌সবার কাছে আমার অনুরোধ, একজোট হয়ে বিজেপিকেই গোটা দেশে একঘরে করে দিন। নাগরিকত্ব সংশোধিত আইন বাতিল না হলে আমি আন্দোলন থামাব না। আপনারা শুধু ভোটার লিস্টে নাম রয়েছে কিনা দেখে নিন। বাকি আমি দেখে নেব। বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না। দেশ থেকে তাড়াতে দেব না।’‌ তাঁর প্রশ্ন, ১৮ বছরে ভোট দিতে পারে আর মতামত দিতে পারে না? এ কেমন গণতন্ত্র?
সমাবেশ থেকে মুখ্যমন্ত্রীর জানান, এনআরসি’‌র প্রথম ধাপ এনপিআর। বাংলায় বন্ধ এনপিআর–এর কাজ। কেন্দ্র আইন করে ঠিকই, কিন্তু তা প্রয়োগ করে রাজ্য। আমাদের প্রতিনিধিকে লখনউতে যেতে দিল না। অথচ বিজেপি রোজ এখানে মিছিল করছে। তাহলে গণতন্ত্র কোথায়? হিন্দু নিয়ে মিথ্যা বলছে বিজেপি। চক্রান্ত করছে বিজেপি। হিন্দুস্থানে সবাই একসাথে থাকি। কাউকে বের করে দেওয়ার অধিকার বিজেপি’‌র নেই। দেশে থেকে এখন প্রমাণ করতে হবে নাগরিক কি না? তার চেয়ে লজ্জার কিছু নেই। সব রাজ্যে আন্দোলন চলছে।