বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস বিপর্যয় নামিয়ে এনেছে। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকর্মীদের ৮০০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে গুগল। এই অর্থের বেশির ভাগ বিনামূল্যে বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে দেওয়া হবে।
গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এক ব্লগ পোস্টে জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বিশ্বজুড়ে সরকারি সংস্থাগুলোকে বিজ্ঞাপন অনুদান বাবদ ২৫০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে। এছাড়া ৩৪০ মিলিয়ন ডালার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অ্যাড একাউন্টে ক্রেডিট হিসেবে দেওয়া হবে। ২০ মিলিয়ন মার্কিন ডলার ত্রাণ তহবিল এবং ছোট ব্যবসায়ের সহায়তার জন্য বরাদ্দ করা হয়েছে।
এদিকে করোনা ভাইরাস নিয়ে গুগল একটি বিশেষ সাইট তৈরি করেছে। এই সাইটে করোনা ভাইরাস প্রতিরোধ এবং সচেতনতায় বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরা হয়েছে।
গুগল জানিয়েছে, করোনা ভাইরাসের শুরু থেকেই মানুষ এ নিয়ে গুগলে জানতে ব্যাপকভাবে সার্চ করছে। তাদের জন্যই তৈরি করা হয়েছে আমাদের এই সাইট। এই সাইটে নতুন ডেটা এবং ভিজুয়ালাইজেশনের পাশাপাশি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদিত তথ্যের সহজ সংযোগ সুবিধা দিচ্ছি। ব্যবহারকারী যেন তার প্রত্যাশিত তথ্যগুলো পান সেভাবেই উপস্থাপন করা হয়েছে সাইটটি।
এই সাইটে করোনা ভাইরাস, এর উপসর্গ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কিত তথ্য দেওয়া আছে। এ ছাড়া সিডিসি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর সাহায্য ও তথ্যসম্পর্কিত লিংকও এখানে দেওয়া হয়েছে।