৭৭ বছরে পা রাখলেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তের ভালোবাসা আর শ্রদ্ধায় ভাসছেন তিনি। বিশেষ করে সোশাল মিডিয়াতে তাকে নানা রকম ছবি আর স্ট্যাটাস উৎসর্গ করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। শ্বেতা জন্মদিনে বাবা অমিতাভকে শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে বাবার সাথে দুটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন , ‘তুমি যখন ঐশ্বর্যের চূড়ায় পৌঁছে যাও তখন আমিও সেখানে পৌঁছে যাই। শুভ জন্মদিন পাপা, ভালবাসি তোমাকে জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত’!
এদিকে জন্মদিন উপলক্ষে অমিতাভের বিশেষ কী পরিকল্পনা? তিনি জানান যে, এবারও অনাড়ম্বর জন্মদিন কাটাবেন তিনি। কোনো সেলিব্রেশন নয়! অমিতাভের কথায়, এখনো তিনি কাজ করতে পারেন, শরীর সঙ্গ দিচ্ছে, এটাই তার কাছে অনেক। এখন তিনি আর জন্মদিনে কেক কাটেন না। তবে জন্মদিন উপলক্ষে, বন্যাদুর্গত মানুষগুলোর দিকে চেয়ে বিহারের নিতীশ কুমারের ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন অমিতাভ বচ্চন।