টেলিভিশন ও বড় পর্দার নিয়মিত মুখ দুজনই। অভিনেতা হিসেবে দুজনই জনপ্রিয়। দীর্ঘদিন ধরেই তারা লিভ ইন রিলেশনশীপে ছিলেন। এবার এই জুটি সাত পাকে বাঁধা পড়লেন। পর্দায় নয়, ৭৫ বছর বয়সী অভিনেতা দীপঙ্কর দে ও ৪৯ বছর বয়সী দোলন রায় বাস্তবেই সাত পাকে বাঁধা পড়লেন। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁতে দীপঙ্কর ও দোলনের বিয়ে হয়। ঘরোয়াভাবে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে তারা রেজিস্ট্রি করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শীর্ষ সেন সহ বিশিষ্টজনেরা। এদিকে তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদেরকে মেনশন করে অভিনন্দনের হিড়িক পড়ে!
