এবার ছয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন। রাজ পরিবারের সঙ্গে ন্যক্কারজনক কাজ করার অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত ছয়জনের মধ্যে আছেন রাজপরিবারের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সাকলকেত চ্যান্ত্রা। এর মধ্যে আছেন এক নারী কর্মকর্তা ও রাজার দুইজন দেহরক্ষী। এক বিবৃতিতে রাজ পরিবার জানায়, সরকারি পদের প্রভাব কাজে লাগিয়ে তারা নিজের এবং অন্যের স্বার্থ হাসিল করছিলেন। সেইসঙ্গে চরম অসদাচরণের মাধ্যমে শৃঙ্খলা ভঙ্গ করেন তারা। এর আগে সোমবার রাজার প্রতি অসদাচরণ ও রাজতন্ত্রের প্রতি আনুগত্যহীনতার অভিযোগে থাইরাজার সঙ্গী সিনেনার্ট ওঙ্গভাজিরাপাকদির মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়।
