কর কাঠামো পালটে আয়করের বোঝা কমালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আয়কর ব্যবস্থাকে সহজ করার পাশাপাশি আয়করের ছাড়ের ঊর্ধ্বসীমাও বাড়ানোর প্রস্তাব করলেন তিনি। নয়া প্রস্তাবে ৫ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হবে না। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, অসুস্থ বোধ করায় কাটছাঁট করে বাজেট ভাষণ শেষ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আগামী অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ১০ শতাংশ ও রাজকোষের ঘাটতি ৩.৮ শতাংশে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নতুন করকাঠামোয় বছরে সরকারের ৪০ হাজার কোটি টাকা আয় হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। গৃহঋণের সুদে আর থাকছে না করছাড়ের সুবিধা। যাঁরা পুরনো কর কাঠামোয় আয়কর দেবেন, তাঁদের ক্ষেত্রে পুরনো নিয়মই বলবৎ থাকছে। নতুন আয়কর পরিকাঠামোয় ১০০টি করছাড়ের সুবিধার মধ্যে মাত্র ৩০টি সুবিধা মিলবে। তুলে নেওয়া হচ্ছে বাকি ৭০টি।
বাজেট–ভাষণে অর্থমন্ত্রী জানান, ৫ লাখ টাকা থেকে ৭.৫ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ১০% আয়কর দিতে হবে। ৭.৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ১৫% আয়কর এবং ১০ লাখ টাকা থেকে ১২.৫ লাখ টাকা পর্যন্ত ২০% আয়কর দিতে হবে। আর ১২.৫ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত ২৫% আয়কর এবং ১৫ লাখ টাকা এবং তার বেশি আয়ের ক্ষেত্রে ৩০% আয়কর দিতে হবে। নতুন কর কাঠামোর সুবিধা নিলে আগের কর কাঠামোর ছাড় পাবেন না আয়করদাতা।
নতুন কর পরিকাঠামোয় ৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত। ১ লাখ টাকা ব্যাঙ্ক গ্যারান্টি বেড়ে হচ্ছে ৫ লাখ টাকা।
এমনকী ব্যাঙ্কের আমানতে বিমা সুরক্ষা বাড়ছে। কর দেওয়ার ঝক্কি কমাতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার বলে করদাতাদের ভরসা জোগান নির্মলা। তিনি বলেন, ‘সরকার চায় না করদাতাদের কোনওভাবে বিব্রত করা হোক। সে কারণে করদাতাদের নাজেহাল করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।’ বিরোধীদের প্রশ্ন ৫ লাখ টাকা পর্যন্ত আয়ের চাকরিই নেই বাজারে। এই ছাড় দিয়ে সরকার চমক দিতে চেয়েছে।