দেশ

২৭ থেকে কমে হল ১২

ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে কুড়ির বেশি টোটকা দিয়েছিলেন। এবার দেশের বেশ কয়েকটি ব্যাঙ্ককে মিশিয়ে দিল মোদী সরকার। শুক্রবার এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণের বড় ঘোষণা করলেন তিনি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অন্ধ্র ব্যাংক, ইউনাইটেড ব্যাংকের মতো বেশ কয়েকটি ব্যাংক মিশিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তাঁর ঘোষণার ফলে ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কমে হবে ১২টি।
দেশের যেসব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে অন্যান্য ব্যাঙ্কের সঙ্গে মিলিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হল তার মধ্যে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক। এছাড়াও তালিকায় রয়েছে কানাড়া ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক। ফলে ২৭ থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংখ্যা কমে হচ্ছে মাত্র ১২।
অর্থমন্ত্রী জানান, মোট ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণ হবে। প্রতিটি ব্যাংকেই আর্থিক সাহায্য করবে সরকার। এর জন্য মোট ৫৫,২৫০ কোটি খরচ হবে বলে জানান তিনি। অর্থসচিব রাজীব কুমার জানান, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক এবং ওরিয়েন্টাল ব্যাঙ্কের সংযুক্তিকরণ মোট ১৭.৫ লক্ষ কোটি টাকার। ইউনিয়ন অন্ধ্র এবং কর্পোরেশন ব্যাঙ্কের ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ১৪.৬ লক্ষ টাকা। এলাহাবাদ ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ ৮.৮ লক্ষ টাকা। নির্মলা সীতারামনের এই সংযুক্তিকরণ সম্পর্কে আশ্বস্ত করে জানান, এই সংযুক্তিকরণ দেনা ব্যাঙ্ক, বরোদা ব্যাঙ্ক এবং বিজয়া ব্যাঙ্কের সংযুক্তিকরণের মতই মসৃণ হবে, কোনও কর্মী ছাঁটাই হবে না এই সংযুক্তিকরণের ফলে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন জানান, এর আগেই স্টেট ব্যাঙ্কের অ্যামালগ্যামেশন হয়েছে। এর ফলে স্টেট ব্যাঙ্ক এখন দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এ বার সেই একই পথে হেঁটে দেশের সব বড় ব্যাঙ্ককেই একাধিক ছাতার তলায় আনা হল। এর ফলে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা মজবুত হবে বলেই দাবি অর্থমন্ত্রীর।