বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে। গত চব্বিশ ঘণ্টায় ৪৩০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির রাজধানী ঢাকার তুলনায় গ্রামে দ্বিগুণেরও বেশি মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন। তবে, রোববার ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ২২২ জনের মৃত্যু হয়েছে। সরকারিভাবে এখন পর্যন্ত ৬৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত রোববার নতুন করে আরও ৪৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত শনিবার এ সংখ্যা ছিল ৪০৮ জন। উল্লেখ্য যে, সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত মোট চব্বিশ ঘণ্টা ধরে প্রতিদিন হাসপাতালে নতুন করে ভর্তি রোগীর তালিকা করা হয়।