লিড নিউজ

২২ জানুয়ারি হচ্ছে না নির্ভয়া কাণ্ডে অভিযুক্তদের ফাঁসি

নির্ভয়ার খুনিদের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিল না দিল্লি হাইকোর্ট। বরং অপরাধী মুকেশ কুমারের আবেদন খারিজ করে দিয়ে আদালত জানিয়েছে, নিম্ন আদালতের নির্দেশে কোনও ভুল নেই। গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে নগর দায়রা আদালতে যাবে বলে জানিয়েছেন মুকেশ কুমারের আইনজীবী। আদালতের পক্ষ থেকে বলা হয়, সুপ্রিম কোর্টে আসামীর প্রাণভিক্ষার আবেদন খারিজ হয়েছে। ফলে পিছিয়ে যেতে পারে নির্ভয়া কাণ্ডে চার দোষীর ফাঁসি। কারণ আদালতে দিল্লি সরকার জানিয়েছে, আইনের সমস্ত বিকল্প শেষ হওয়া এবং প্রাণভিক্ষার আর্জি রাষ্ট্রপতি খারিজ করার পরেও ফাঁসির আগে ১৪ দিন সময় দিতে হয়। তাই নিম্ন আদালতের নির্দেশ মতো ২২ জানুয়ারি ফাঁসি কার্যকর করা সম্ভব নয়।
আদালত সূত্রে খবর, দোষী সাব্যস্ত ওই ৪ জনের ফাঁসির পরোয়ানা জারি করেছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। বলা হয়েছিল ফাঁসি হবে ২২ জানুয়ারি সকাল সাতটায়। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে মুকেশ সিং ও বিনয় শর্মা। সেই আবেদন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। তার পরেই রাষ্ট্রপতির কাছে আবেদন করে মুকেশ সিং। পাশাপাশি পাতিয়ালা হাউস কোর্টের পরোয়ানাকে চ্যালেঞ্জ করেও মামলা করা হয়। সেই মামলার শুনানি চলছে। সংশোধনাগার কর্তৃপক্ষ আদালতে জানায়, প্রাণভিক্ষার আবেদন জানানোয় অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই তাদের কাছে। আর্জি খারিজও করে দিলে, তার ১৪ দিনের মধ্যে মৃত্যুদণ্ড বহাল করা যায় না। ওই যুক্তিতেই ২২ জানুয়ারি চার অপরাধীকে ফাঁসি দেওয়া যাবে না।
সরকারের পক্ষে আইনজীবী রাহুল মেহরা আদালতে জানান, মুকেশ রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিল। সেই আর্জি খারিজ করে উপ–রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে। এবার উপ–রাজ্যপাল সেই আর্জি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাঠাবে রাষ্ট্রপতির কাছে। আমরা চাই তাড়াতাড়ি প্রাণভিক্ষার আর্জি খারিজ হোক। কিন্তু দোষীদের সমস্ত আইনি বিকল্প শেষ হওয়া এবং সব আর্জি খারিজ হওয়ার পরেই ফাঁসি কার্যকর করার প্রক্রিয়া শুরু করবেন তাঁরা।
দোষী সাব্যস্তদের আইনজীবী কে পি সিং আগেই জানিয়েছিলেন, একসঙ্গে চারজন দোষী সাব্যস্তের জন্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করা হবে না। সেইমতো এখনও প্রর্যন্ত প্রাণভিক্ষার আবেদন করেছে কেবলমাত্র মুকেশ সিং। বাকি এখনও তিনজন। উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের নির্ভয়াকে ধর্ষণ ও ভয়াবহ নির্যাতন করেছিল ছয় অভিযুক্ত। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে মারা যায় নির্ভয়া।

ছবি—পিটিআই।