আন্তর্জাতিক

২১ জন মাদক পাচারকারীকে নিকেশ করল পুলিশ!‌

গুলির লড়াইয়ে নিকেশ হল ২১ জন মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে মেক্সিকো–আমেরিকা সীমান্তে কোয়াহুইলার ভিলা ইউনিয়ন শহরতলিতে। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে চারজন পুলিশকর্মীও রয়েছেন।
ভিলা ইউনিয়নে বেশ কিছু গাড়ি এবং ভারী অস্ত্রশস্ত্র সহ একদল মানুষকে সন্দেহজনকভাবে যাতায়াত করতে দেখে তাদের থামান নিরাপত্তা বাহিনীর অফিসাররা। এরপরই ওই সন্দেহভাজনরা গুলি ছুঁড়তে শুরু করে, পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। মেক্সিকো–মার্কিন সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত কোয়াহুইলা প্রদেশের ভিলা ইউনিয়ন শহরে মাদক পাচারচক্রের বিরাট একটি সশস্ত্র দল ১৪টি ট্রাকে চড়ে ঢুকে পড়ে।
কোয়াহুইলার গভর্নর জানান, এই গুলির লড়াই থেমে যাওয়ার পর প্রচুর অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে হামলার জন্য ব্যবহৃত ১৪টি ট্রাক। এই হামলার পর থেকে ওই সরকারি দপ্তরে সেই সময় উপস্থিত থাকা বেশ কয়েক জনের খোঁজ মিলছে না। এর মধ্যে একটি শিশুও রয়েছে। মেক্সিকো পুলিশ রবিবার জানিয়েছে, নিকেশ হওয়া মোট ২১ জনের মধ্যে ১৪ জন দাগী অপরাধী এবং মাদক পাচারকারী। সংঘর্ষে বাহিনীর ৬ জন অফিসার জখম হলেও তাঁদের আঘাত গুরুতর নয়।