আগামী ২১ অক্টোবর যখন হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন চলবে তখন উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের পর এই প্রথম তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন। সূত্রের খবর, ২৩–২৪ অক্টোবর কলকাতায় তেমন কোনও গুরুত্বপূর্ণ কর্মসূচি না এসে পড়লে মুখ্যমন্ত্রী পাহাড়ে থাকবেন। উত্তরবঙ্গ থেকে ২৫ তারিখ কলকাতা ফিরবেন।
জানা গিয়েছে, ২১ তারিখ বিকেলে শিলিগুড়ি কমিশনারেটের বিজয়া সম্মিলনীতে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা। ২৪ অক্টোবর, উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা তাঁর। ভোটের পর তিনি টিম নবান্নকে সঙ্গে নিয়ে একের পর জেলায় উন্নয়নের কাজ তদারকি করতে শুরু করে দিয়েছেন। তবে মমতার আগে রাজ্যের আর কোনও মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এত ঘন ঘন প্রশাসনিক কাজ খতিয়ে দেখতে যাননি।
উল্লেখ্য, লোকসভা ভোটে উত্তরবঙ্গের ৮টি আসনের মধ্যে সাতটিতেই জিতেছে বিজেপি। সম্প্রতি অভিযোগ উঠেছে এনআরসি আতঙ্কে উত্তরবঙ্গেও বেশ কয়েকজন আত্মহত্যা করেছেন। আলিপুরদুয়ার–কোচবিহারের বহু মানুষের মনে দাগ কেটে গিয়েছে এই ঘটনাগুলি। এই অবস্থায় খোদ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়ে আরও একবার সেখানকার মানুষের ভরসা জোগাবেন বলে মনে করা হচ্ছে।
