বিনোদন

২০ বছর পর একসঙ্গে

২০ বছর পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন অজয় দেবগন ও সঞ্জয় লীলা বানসালি। বানসালির আসন্ন ‘গাঙ্গুবাই’ ছবিতে বিশেষ উপস্থিতি থাকবে অজয়ের। খবর বলছে, আলিয়া ভাট অভিনীত এ ছবির কোনো মূল চরিত্রে থাকবেন না অজয়। একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে তাকে। ‘গাঙ্গুবাই’-এর শুটিং শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে। ১৯৯৯ সালে বানসালির পরিচালনায় ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে অজয় শেষ কাজ করেছেন। ব্লকবাস্টার ওই ছবিতে অজয় ছাড়াও ছিলেন সালমান খান ও ঐশ্বরিয়া রাই।