রাজ্য লিড নিউজ

২০১৭ সালের টেটের মেধা তালিকায় গরমিল, হাইকোর্টে মামলা

সোমবার রাতে ২০১৭ সালের টেটের মেধা তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু সেই তালিকা বিকৃত করে প্রকাশ করা হয়েছে, এমনই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল।

বুধবার মামলাকারীর পক্ষে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এ বিষয়ে কথা বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সেখানেই তিনি বিচারপতিকে জানান, জানুয়ারি মাসে প্রকাশিত নম্বরের সঙ্গে সোমবারের মেধা তালিকার নম্বরের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।

তিনি এদিন এক প্রার্থীর ওএমআর শিট দেখিয়ে জানান, সেই প্রার্থী জানুয়ারি মাসে ২৪ পেয়েছিলেন, কিন্তু সোমবার মেধাতালিকায় তাঁর নম্বর বেড়ে দাঁড়ায় ৮৫! এ কথা শোনার পরেই মামলাকারীর আইনজীবীকে মামলা করার অনুমতি দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

অন্যদিকে সোমবারই নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন, ’বয়স পেরিয়ে গেলেও হাইকোর্টের নির্দেশে এবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিতে হবে পর্ষদকে। পাশ করলে দিতে হবে নিয়োগও।’

এই মামলার রায়দানের সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বোর্ডের ভুল, বোর্ডকেই শোধরাতে হবে। প্রাথমিক পর্ষদকে এখন সাধারণ মানুষ দুর্নীতি আর বেআইনি কাজের জায়গা হিসেবে চেনেন।‘