খেলাধুলা

১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের এ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে সাদউদ্দিনের গোলে প্রথমার্ধে এগিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচের ৪২ মিনিটের মাথায় জামাল ভূঁইয়ার নেওয়া ফ্রি কিক থেকে হেড করে গোল করে সাদ। বাংলাদেশ এগিয়ে যায় ১-০ ব্যবধানে। কলকাতায় ৩৪ বছর পরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ভারত। যুব ভারতীয়র ৮৫ হাজার দর্শক ধারণক্ষম এই স্টেডিয়াম তাই দর্শকে কানায় কানায় ভরপুর।