বিনোদন

১ কোটি রুপি দিলেন দেব

সাংসদ দীপক অধিকারী অর্থাৎ নায়ক দেব করোনাভাইরাস মোকাবিলায় নিজের লোকসভা কেন্দ্র ঘাটালের বাসিন্দাদের জন্য ১ কোটি রুপি দিয়েছেন। এই টাকা তিনি নিজের সাংসদ তহবিল থেকেই দিয়েছেন বলে জানা যাচ্ছে। চলমান ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দিতে নিজের নির্বাচনী এলাকা ঘাটালের জনসাধারণের পাশে এভাবেই দাঁড়ালেন জনপ্রিয় এই নায়ক সাংসদ। চিকিৎসা পরিষেবায় আরও উন্নতি ঘটাতে ১ কোটি রুপি দিয়ে তিনি নজির গড়লেন।

দেব জানান, করোনাভাইরাসের জেরে পশ্চিমবঙ্গ এমনকী গোটা বিশ্ব কাঁপছে। এই সংকট থেকে বাঁচার একমাত্র উপায় হলো উন্নত চিকিৎসা ব্যবস্থা। সে কারণেই ঘাটালের মানুষেরা যাতে সঠিক চিকিৎসা পান, সেকথা মাথায় রেখে এভাবেই পাশে দাঁড়ালেন তিনি।

সাংসদের আরও ইচ্ছে, এই অর্থে গড়া হোক আরও কোয়ারান্টাইন সেন্টার, আইসোলেশন ওয়ার্ড। একই সঙ্গে বিতরণ করা হোক মাস্ক,স্যানিটাইজার। যাতে সবাই সুস্থ থেকে রোগের বিরুদ্ধে একসঙ্গে লড়তে পারেন।