সেনাপতির পর এবার বাকিরাও হাওয়া মোরগের মতো ঘুরে যাচ্ছেন। ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে সবাই ডিগবাজি খাচ্ছেন। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে আপ–এর বিরুদ্ধে প্রচারে কুকথা বলা ঠিক হয়নি বলে মন্তব্য করতে বাধ্য হয়েছেন অমিত শাহ। তারপরই চেনা পথ ধরেই নিজের স্বপক্ষে সাফাই গাইতে ময়দানে নামলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকর। কারণ তিনিই কেজরিকে ‘জঙ্গি’ বলেছিলেন বলে অভিযোগ।
এবার সেই মন্তব্য থেকে সরে এসে সংবাদমাধ্যমে জাভরেকর বলেন, ‘ওরকম কোনও কথা আমি বলিনি। আসলে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রধান বিষয় হল কংগ্রেসের হার। সেখানে কেজরি কেন!’ কিন্তু জাভরেকর যা বলেছিলেন আর ভোটে হারার পর যা বলছেন তার মধ্যে আকাশ–পাতাল ফারাক। অধিকাংশ জাতীয় চ্যানেলে তাঁর ওই মন্তব্য প্রচারিত হয়েছিল।
আসলে কী বলেছিলেন জাভরেকর? ১০ দিন আগে জাভরেকর বলেছিলেন, দিল্লির মানুষ কেজরিওয়ালের কাছ থেকে সরে যাচ্ছেন। তার পরেও উনি ভাল মুখ করে প্রশ্ন করছেন, আমি জঙ্গি? হ্যাঁ, আপনি জঙ্গি। তার বহু প্রমাণ রয়েছে। আপনি নিজেই বলেছেন আপনি অ্যানারকিস্ট। অ্যানারকিস্ট এবং টেররিস্টের মধ্যে কোনও পার্থক্য নেই।
দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে মেরুকরণকেই একপ্রকার হাতিয়ার করে মাঠে নেমে পড়ে বিজেপি। কখনও কেজরীকে জঙ্গি, কখনও দিল্লি নির্বাচনকে ভারত–পাকিস্তানের লড়াই, কখনও বিরোধীদের গুলি করে মারার নিদান দেওয়া হয়। তার ফল অবশ্য হাতেনাতে পেয়েছেন তাঁরা।
বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী তো প্রকাশ্য সভায় দাবি তোলেন, দেশের বিশ্বাসঘাতকদের গুলি করতে। কখনও বিজেপি নেতা প্রবেশ বর্মা বলেন, শাহিনবাগের আন্দোলনকারীরা একদিন দিল্লিবাসীর ঘরে ঢুকে মহিলাদের সম্ভ্রমহানি করবে। তখন মোদীজি বাঁচাতে আসবেন না। আর এখন এইসব মন্তব্য যাঁরা করেছেন তাঁদের কে বাঁচাবে সেটাই দেখার বলে মনে করা হচ্ছে।