১৭১ জন বাংলাদেশিকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। কিন্তু সকল চেষ্টা ব্যর্থ হচ্ছে। কারণ বাংলাদেশ বিমানের কোনও উড়ান এবং ক্রু চীনে যেতে রাজি হচ্ছে না। ফলে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল উহান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।
বাংলাদেশের বিদেশমন্ত্রী বলেন, ‘আমরা তাঁদের আনতে চাই। তবে বিমান যেতে চাইছে না। আমরা ডিসইনফেকশন করেছি অনেক টাকা খরচ করে। ১ লক্ষ ৩৩ হাজার ডলার বাড়তি খরচ হয়েছে।’ উহানে আটকে পড়া বাংলাদেশিরা খাবার–সহ নানা সংকটে আছেন বলে খবর। বিদেশমন্ত্রী জানান, সেখানে ১৭১ জন বাংলাদেশি রয়েছেন। তাঁদের খাওয়াদাওয়া সব কিছুই চীনের প্রশাসন নিশ্চিত করছে।
খাবার, পানীয়–সহ সবকিছু যথাসময়ে পৌঁছে দেওয়া হচ্ছে। কেউ যদি বলে থাকেন খাবার পান না, এটা ঠিক নয়। তাদের প্রতি আমরা সংবেদনশীল। বিদেশমন্ত্রী আরও জানান, বেজিংয়ে অবস্থিত বাংলাদেশের দূতাবাস সে দেশে আটকে পড়া নিজের দেশের নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।