বাংলায় এখনও পর্যন্ত কারও শরীরেরই করোনা ভাইরাসের সন্ধান মেলেনি। যদিও পর্যবেক্ষণে রয়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সোমবার নবান্নের বৈঠক সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ১৫ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। আইসিডিএস কেন্দ্রগুলিও বন্ধ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত। বাড়িতে পৌঁছে দেওয়া হবে চাল–ডাল। স্কুল কলেজের হোস্টেলগুলিকে বন্ধ রাখা হচ্ছে।
৩১ মার্চ পর্যন্ত সব সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ‘করোনা মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল গঠন করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে স্কুল–কলেজের পরীক্ষা চালু থাকবে। করোনাভাইরাস মোকাবিলায় প্রতিষেধক তৈরি হয়নি। একমাত্র ওষুধ প্রিভেনশন। রোগী ফিরিয়ে না দেওয়ার অনুরোধ করেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।
এছাড়াও করোনাভাইরাস মোকাবিলায় যে যে স্বাস্থ্যকর্মীরা কাজ করবেন, তাঁদের জন্য ৫ লাখ টাকার অতিরিক্ত বিমা করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নাগরিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ’ভিড়ে যাবেন না। বারবার হাত ধুতে হবে। বেশি করে জল খান।’ মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২ লক্ষ পিপিই (বিশেষ পোশাক) এবং ২ লক্ষ এম–৯৫ মাস্ক অর্ডার করা হয়েছে। এছাড়াও অর্ডার দেওয়া হয়েছে ১০ হাজার থার্মাল গান এবং ৩০০ ভেন্টিলেশন। রোগ লুকাবেন না। করোনা পজেটিভ হলে নির্দ্বিধায় হাসপাতালে এসে চিকিৎসা নিন।
