আমাজন অরণ্যে বিধ্বংসী আগুনের সঙ্গে লড়তে জি–৭ দেশগুলির দেওয়া সাহায্য ফিরিয়ে দিল ব্রাজিল। ১৪৩ কোটি টাকা সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করল ফুটবল সম্রাট পেলের দেশ। ফ্রান্সের জি সেভেন সম্মেলনে অন্যতম আলোচনার বিষয় ছিল আমাজনের বিধ্বংসী আগুন। আগুন নেভাতে প্রায় ১৪৩ কোটি টাকার আর্থিক সাহায্য করারও সিদ্ধান্ত নেন সাত দেশের বিশ্বনেতারা। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করতে রাজি হলেন না ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসনারো।
শুধু তাই নয়, ব্রাজিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তোপ দেগে বলেছে, ‘ওই টাকায় ইউরোপে অরণ্য তৈরি করুন।’ যদিও আগে বলসনারো নিজেই জানিয়েছিলেন, আগুন নিয়ন্ত্রণ করার মতো আর্থিক সামর্থ্য তাঁর সরকারের নেই। অথচ আর্থিক সাহায্যের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিলেন বলসনারো। ব্রাজিলের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ ওনিক্স লোরেনজোনি বলেন, ‘এই প্রস্তাবের প্রশংসা করছি তবে এই অর্থ ইউরোপে অরণ্য তৈরিতে বেশি কাজে লাগবে।’
এর পরেও ফ্রান্সের বিয়ারেটজের জি–৭ আন্তর্জাতিক সম্মেলনে আমাজনের আগুন নিয়ে আলোচনাকে বিশেষ গুরুত্ব দেন ম্যাক্রোঁ। আলোচনার শেষে সেনা পাঠিয়ে আগুন নেভাতে সাহায্যে করার প্রস্তাব দেন ফরাসি প্রেসিডেন্ট। কানাডাও বিমানে জল বোমা পাঠাবে বলে জানায়। তার সঙ্গে আর্থিক সাহায্যও করা হবে বলে জানানো হয়। তবে প্রস্তাব নিয়ে শুরু থেকেই আগ্রহ দেখায়নি ব্রাজিল সরকার।
ব্রাজিলের পরিবেশমন্ত্রী রিকার্ডো সেলস আগে বলেছিলেন, আমাজনের আগুনে ৯,৫০,০০০ হেক্টর অরণ্য ছাই হয়ে গিয়েছে। এই আগুন মোকাবিলায় জি–৭ সম্মেলনের সাহায্যকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। তবে বলসনারো ও তাঁর মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ব্রাজিল সরকার সিদ্ধান্ত বদলেছে। বলসনারো বলেন, ‘আমাজনের জঙ্গলকে নো ম্যানস ল্যান্ড মনে করছে সবাই। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। চলতি সপ্তাহের শেষেই জঙ্গল পরিদর্শনে যাব।’