লিড নিউজ

১৩ জানুয়ারি একমঞ্চে সবপক্ষ

নাগরিকত্ব সংশোধিত আইনের বিরোধিতায় জাতীয় স্তরে এক মঞ্চে আসছে বিরোধী দলগুলি। আগামী ১৩ জানুয়ারি দিল্লিতে বিরোধী নেতৃবৃন্দ বৈঠক করবেন বলে খবর। সংসদের অ্যানেক্সি ভবনে ওই বৈঠকে উপস্থিত থাকার কথা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন–সহ বামপন্থীরাও।
এই ইস্যুতে বিরোধীদের একত্রিত করার কাজটা শুরু করেছিলেন মমতা। ওই আইন পাশ হওয়ার পর থেকেই কেন্দ্রীয় নীতির বিরোধিতা জানিয়ে পথে নেমেছেন তিনি। দেশের মধ্যে মমতাই প্রথম মুখ্যমন্ত্রী যিনি কার্যত কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি এবং নয়া নাগরিকত্ব আইন কোনওটাই প্রয়োগ হতে দেবেন না। তার পরে একে একে সুর চড়ায় কেরল, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কংগ্রেস শাসিত রাজ্যগুলি। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও অ–বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন।
সূত্রের খবর, মমতা যে প্রক্রিয়াটি শুরু করেছিলেন ১৩ তারিখ সেটাই একটা রূপ পেতে চলেছে। শাসক শিবিরকে প্রতিরোধের বার্তা দিতে খোদ দিল্লিতে নরেন্দ্র মোদীর খাসতালুকে বিরোধীদের ঐক্যের ছবিটি তুলে ধরতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে বিরোধী দলগুলির পক্ষ থেকে একটি যৌথ কর্মসূচি নেওয়ার কথা ভাবা হয়েছে।
তৃণমূল সূত্রের খবর, অন্য দলগুলির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন মমতা। কথা হয়েছে মহারাষ্ট্রের শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গেও। এসপি নেতা অখিলেশ যাদব ও বিএসপি নেত্রী মায়াবতী যাতে বৈঠকে উপস্থিত থাকেন, তার জন্যও যোগাযোগ করছেন তৃণমূলের নেতারা।