আন্তর্জাতিক

১০০ যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান

ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল একাধিক যাত্রীর। কাজখস্তানের আলমাটি শহরে ১০০ যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। বিমানটি ওড়ার সময় উচ্চতা হারানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
আলমাটি বিমানবন্দর থেকে উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে বেক এয়ারের বিমানটি।
সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। শহরের একটি দোতলা বাড়িতে ধাক্কা মারে বিমানটি। তার আগে ধাক্কা মারে একটি পাঁচিলে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আলমাটি থেকে কাজখস্তানের রাজধানী নুর সুলতানে যাচ্ছিল বিমানটি। বিমানে ৯৫ জন যাত্রী ও ৫ জন বিমানকর্মী ছিলেন। নেদারল্যান্ডসে তৈরি ফকার ১০০ বিমানটি উড়ানের সঙ্গে সঙ্গে উচ্চতা হারাতে থাকে।
স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময় এলাকা ছিল কুয়াশায় ঢাকা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কাজখস্তানের প্রেসিডেন্ট কাসিম তোকাইয়েভ জানান, দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিশন গঠন করবে সরকার। দোষীদের কড়া শাস্তি হবে। আহত ও নিহতরা পাবে ক্ষতিপূরণ। বিমানটি ওড়ার সময়ই কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবেও ওই দুর্ঘটনা ঘটতে পারে। উদ্ধারকাজ জারি রয়েছে।