বিজ্ঞান-প্রযুক্তি

হোয়াসটঅ্যাপে একসাথে ৮ জনে গ্রুপ কল

এখন থেকে ৮ জন মিলে গ্রুপ কল করা যাবে হোয়াসটঅ্যাপে। আগে ৪ জন একসঙ্গে কথা বলতে পারতেন। অ্যাপটির সর্বশেষ সংস্করণ ডাউনলোড করলেই কেবল এ সুবিধা পাওয়া যাবে। গুগলের অ্যাপ স্টোরে এখনও সর্বশেষ সংস্করণটি উন্মুক্ত হয়নি। তাই হোয়াসঅ্যাপের ওয়েবসাইটে গিয়ে নতুন সংস্করণটি ডাউনলোড করতে হবে।

ইতোমধ্যে হাউজপার্টিতে ৮ জন, ও গুগল ডুয়োতে গ্রুপ কলে ১২ জন অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়াও, ফেইসবুক ম্যাসেঞ্জার রুম ফিচারের মাধ্যমে ৫০ জনকে ভিডিও কলে যুক্ত করা যাচ্ছে। তবে ফ্রিতে সবচেয়ে বেশি মানুষ একত্রে কথা বলতে পারছে জুমে। ভিডিও কনফারেন্সের জন্য সেখানে একত্রে ১০০ অংশগ্রহণকারী যোগ দিতে পারছেন। এই সুবিধার কারণে জুমের ব্যবহারকারী সংখ্যাও রকেটের গতিতে বাড়ছে। সারা বিশ্বে ৩০ কোটি মানুষ এখন ব্যবহার করছেন অ্যাপটি।