আন্তর্জাতিক

হোয়াইট হাউজের বাইরে বন্দুকবাজের হামলা

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। এবারের ঘটনাস্থল খোদ ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের দপ্তর হোয়াইট হাউসের ঢিল ছোঁড়া দূরত্বে। ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আরও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ বলে খবর। বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
স্থানীয় টিভি স্টেশন ফক্স–ফাইভ জানাচ্ছে, স্থানীয় সময় রাত ১০টার পর এই ঘটনায় কমপক্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। যদিও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি সংবাদসংস্থা রয়টার্স। হোয়াইট হাউস থেকে তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত ফোর্টিন্থ স্ট্রিট এবং কলোম্বিয়া স্ট্রিটের সংযোগস্থলে এই ঘটনা ঘটেছে। বন্দুকবাজের হামলার পরেই মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই হামলা কোনও একক ব্যক্তি করেছে না কি জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে সে ব্যাপারে এখনও নিশ্চিত করে জানায়নি পুলিশ প্রশাসন।
ওয়াশিংটনের একটি সংবাদমাধ্যম টুইটারে কিছু ছবি পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে আহতদের অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হোয়াইট হাউস থেকে মাত্র ৩ কিমি দূরে ফোর্টিন্থ স্ট্রিট ও কলম্বিয়া রোডের মাঝে বন্দুকবাজের সঙ্গে তীব্র লড়াই চালাচ্ছে পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রে ঢিলেঢালা বন্দুকনীতির জন্য এই ধরনের ঘটনা ঘটছে। একটি তথ্যসূত্রে জানা গিয়েছে, এই বছর ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত বন্দুকবাজের হামলায় দেশে ১১৪ জনের মৃত্যু হয়েছে।