রাজ্য

হেমন্ত সোরেনকে অভিনন্দন মমতার

ঝাড়খণ্ডে পতন বিজেপি’‌র। সরকার গড়ছে জেএমএম–কংগ্রেস জোট। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যনির্বাহী সভাপতি হেমন্ত সোরেনই পরবর্তী মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন। আর ফল স্পষ্ট হতেই হেমন্ত সোরেন ও তাঁর নেতৃত্বাধীন জোটকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ট্যুইট করে মমতা লেখেন, হেমন্ত সোরেন, আরজেডি ও কংগ্রেসকে জয়ের জন্য অভিনন্দন। ঝাড়খণ্ডের মানুষ তাঁদের ইচ্ছে পূরণের জন্য আপনাদের উপর আস্থা রেখেছেন। ঝাড়খণ্ডের সব ভাই ও বোনেদের জন্য রইল আমার শুভকামনা। সিএএ–এনআরসি’‌র বিরুদ্ধে বিক্ষোভের মধ্যেই সেখানে নির্বাচন হয়েছে। এই রায় জনগণের পক্ষে গিয়েছে।’‌
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আদিবাসী নেতা শিবু সোরেনের ছেলে হেমন্তকে মুখ্যমন্ত্রী পদের দাবিদার করেই নির্বাচনে জোট বেঁধে লড়েছিল জেএমএম, কংগ্রেস ও আরজেডি। প্রাথমিক ট্রেন্ডে দেখা যায়, অনেকটা পিছিয়ে পড়ে বিজেপি। গণনা যত এগোতে থাকে, ততই এগোতে থাকে জেএমএম–কংগ্রেস জোট। পরিস্থিতি ঘোরালো দেখে তত্‍‌পরতা শুরু করে বিজেপি। তারা জেভিএম ও এজেএসইউ’‌র সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করে। তবে তাতেও রক্ষা করা যায়নি সরকার।