ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা শান্তি প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের অংশ হিসেবে হুতিরা সৌদি আরবে সব ধরনের হামলা বন্ধের কথা বলেছে। হুতি বিদ্রোহীদের এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সৌদি আরবের রাষ্ট্রমালিকানাধীন তেল সংস্থা আরামকোর দুটি স্থাপনায় হামলা হওয়ার এক সপ্তাহ পর হুতি বিদ্রোহীদের কাছ থেকে এই শান্তি প্রস্তাব এল। গত ১৪ সেপ্টেম্বর আরামকোর দুটি স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। সৌদির তেল স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। চলমান উত্তেজনার মধ্যে হুতিরা শান্তি প্রস্তাব দিল।শিয়াপন্থী হুতি বিদ্রোহীদের শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি দিয়েছে জাতিসংঘ। বিবৃতিতে জাতিসংঘ বলেছে, হুতিদের প্রস্তাবটি যুদ্ধের সমাপ্তি টানার ব্যাপারে সদিচ্ছার একটি শক্তিশালী বার্তা হতে পারে।
