ব্রেকিং নিউজ

হিন্দু মহাসভার সভাপতি খুন

প্রাতঃভ্রমণে বেরিয়ে যোগীর রাজ্যে খুন। তাও আবার বিশ্ব হিন্দু মহাসভার সভাপতি। দুষ্কৃতীরা রঞ্জিত বচ্চনকে গুলি করে খুন করল। খোদ যোগীর রাজ্যে এই ঘটনা আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। রবিবার সকালে উত্তরপ্রদেশের লখনৌ শহরে এই ঘটনা ঘটেছে। হিন্দু মহাসভার সভাপতি দিনের আলোয় খুন হয়ে যাওয়া নিঃসন্দেহে যোগী প্রশাসনের কাছে বড় অস্বস্তির বলে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার ঘটনাটি ঘটেছে লখনৌ শহরের হজরতগঞ্জ এলাকার গ্লোব পার্কে। গুলি চালানোর পর সেখান থেকে দুষ্কৃতীরা চম্পট দেয়। রঞ্জিত বচ্চনের মাথা লক্ষ্য করে গুলি করা হয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয়। তারপর স্থানীয়রা সেখান থেকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রঞ্জিত বচ্চনের সঙ্গে ছিলেন তাঁর ভাই। তাঁকেও গুলি করা হয়েছে। তবে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন।
ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের ৬টি দল এই ঘটনার তদন্তে নেমেছে। ২০১৯ সালের অক্টোবর মাসে খুন হয়েছিলেন কমলেশ তিওয়ারি। তিনি হিন্দু সমাজ পার্টির নেতা ছিলেন। সেই ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় উত্তরপ্রদেশের চার পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।