লিড নিউজ

এবার গণধর্ষণ তামিলনাড়ুতে, তোলপাড় সোশ্যাল মিডিয়া

ফের গণধর্ষণ। নিজের জন্মদিনের পার্টি সেরে ফেরার সময় গণধর্ষিতা হল এক কিশোরী। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটোরে। ওই ছাত্রীর বন্ধুকে বেঁধে রেখে তাঁর সামনেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকী ওই ৬ জনের বিরুদ্ধে গণধর্ষণের ভিডিও করার অভিযোগ রয়েছে। অভিযোগ পেয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুই অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার একাদশ শ্রেণির এক ছাত্রী নিজের জন্মদিনের পার্টির উৎসব করতে তার পুরুষ বন্ধুর সঙ্গে একটি বিনোদন পার্কে গিয়েছিল। রাত ৯টা নাগাদ ফেরার সময় ৬ জন অপরিচিত ব্যক্তি তাদের ঘিরে ধরে। ছেলেটিকে মারধর করে ছাত্রীকে একটি নির্জন স্থানে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ধর্ষণের পর তাদের ওই পার্কেই ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ধর্ষণের ঘটনাও ক্যামেরাবন্দি করে তারা।
বুধবার ছাত্রী তার মাকে পুরো ঘটনা জানালে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। কিশোরীর স্বাস্থ্যপরীক্ষা করা হয়। অভিযোগ দায়েরের পরই তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দু’‌জনের সন্ধানে ধৃতদের জেরা করা হচ্ছে। একটি তদন্তকারী দল গঠন করে শুরু হয় অভিযুক্তদের খোঁজে তল্লাশি। অভিযুক্ত চারজন হল– টি রাহুল (২১), আর প্রকাশ (২২), এস কার্তিকেয়ন (২৮) এবং এস নারায়ণমূর্তি (৩০)। আদালতে তাদের পেশ করা হলে বিচারক পুলিশি হেপাজতের নির্দেশ দেন।