বিনোদন

হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজছেন কোয়েল

অভিনেত্রী কোয়েল মল্লিক কয়েকদিন আগেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিয়ে তার ভক্তদের মা হবার খবর জানিয়েছেন। তবে এবার তার সন্তান হারানোর খবর চাউর হয়েছে। যে কিনা নিজে জানিয়েছেন মা হচ্ছেন তার আবার সন্তান এলো কোথা থেকে?

‘রক্তরহস্য’ ছবিতে মিলবে উত্তর। শনিবার (৭ মার্চ) ছবিটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। যেখানে দেখানে হয়েছে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেতে বেপরোয়া কোয়েল মল্লিক। সৌকর্য ঘোষাল পরিচালিত ছবিটা রহস্য ভরা গল্প নিয়ে নির্মিত হয়েছে। যেখানে কোয়েল স্বর্ণজা চরিত্রে অভিনয় করেছেন।

ট্রেলারে দেখা যাচ্ছে স্বর্ণজা বিভিন্ন সময় সমাজের ছোট ছোট মানুষগুলোরও সাহায্যে এগিয়ে আসে। আবার আগ বাড়িয়ে মানুষকে সাহায্য করতে যাওয়ার জন্য একসময় তাকে ধাক্কাও খেতে হয়। তবে ‘রক্তরহস্য’র ট্রেলারের এক দৃশ্য নজর কেড়েছে, আর তা হল কোয়েল মল্লিকের সঙ্গে শান্তিলাল মুখোপাধ্যায়ের কথোপকথন।

যেখানে শান্তিলাল মুখোপাধ্যায়কে কোয়েলের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, মাত্র ৯ মাসের জন্য মা হবি? তার কথা সংশোধন করে কোয়েল বলেন, না, ১১ মাস, ৯ মাস ভিতরে, ২ মাস বাইরে। যদিও কোয়েল অর্থাৎ স্বর্ণজাকে এই ঝুঁকি নিতে দিতে নারাজ শান্তিলাল মুখোপাধ্যায়। আবার ট্রেলারে সন্তানের জন্য কোয়েলকে কাতর হয়ে পড়তেও দেখা যায়।

এখানেই শেষ নয় ট্রেলারে স্বর্ণজা ছাড়াও ঋতব্রত মুখোপাধ্যায়ের চরিত্রটিও নজর কেড়েছে। ট্রেলার দেখে আন্দাজ করা যায়, ‘রক্তরহস্য’এর রহস্য জড়িয়ে যাবেন অভিনেতা ঋতব্রতও। তবে এর পেছনে ঠিক কী রহস্য রয়েছে তা অবশ্য জানা যাবে ছবি মুক্তির পর। আগামী ১০ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।