অবশেষে চাঁদের মাটিতে বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে পেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। প্রায় তিন মাস পরে চন্দ্রযান–২ এর ল্যান্ডার ‘বিক্রম’–এর ধ্বংসাবশেষের খোঁজ মিলল। নাসা টুইট করে জানিয়েছে, চন্দ্রযান–২ এর ল্যান্ডার বিক্রমের খোঁজ পাওয়া গিয়েছে। নাসার উপগ্রহের এলআরও ক্যামেরায় ধরা পড়ছে সেই ধ্বংসাবশেষের ছবি।
নাসার এই প্রকাশিত ছবিতে বেশ কয়েকটি সবুজ এবং নীল রঙের বিন্দু ধরা পড়েছে। নাসা সূত্রে খবর, সবুজ বিন্দু হল বিক্রমের ধ্বংসাবশেষ। ছবিতে যে বড় নীল বিন্দু দেখা যাচ্ছে, সেখানেই আছড়ে পড়ে বিক্রম। বাকি যে নীল বিন্দুগুলো দেখা যাচ্ছে সেগুলো চাঁদের মাটিতে বিক্রম আছড়ে পড়ার পর ক্ষতিগ্রস্ত স্থান। গত ২৬ সেপ্টেম্বর চাঁদের বুকে বিক্রমের ভেঙে পড়ার জায়গাটির ছবি প্রকাশ করে নাসা।
চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম যেখানে আছড়ে পড়েছিল সেই জায়গার ছবি তুলেছিল নাসার ‘লুনার রিকনাইস্যান্স অরবিটার’ (এলআরও)। প্রায় কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছিল বিক্রম–এর ধ্বংসাবশেষ। অন্তত ২৪টি টুকরো হয়ে বিক্রম ছড়িয়ে পড়েছিল চাঁদের মাটিতে। গত ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে অবতরণের (সফট ল্যান্ডিং) সময়ে চন্দ্রযান–২ এর অরবিটারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। চাঁদের মাটি থেকে ২.১ কিলোমিটার ওপরে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। এই বিক্রমের মধ্যেই ছিল রোভার প্রজ্ঞাণ। তখনই মনে করা হয়েছিল, চাঁদের বুকে কোথাও মুখ থুবড়ে পড়েছে বিক্রম।
