জেলা

হাবড়া লোক উৎসব

আজ হাবড়ায় শুরু হল ৬৬তম বানীপুর লোক উৎসব। উদ্বোধন করলেন লোক শিল্পী গোলাম ফকির। বিশেষ আতিথি হিসাবে ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি। তাছাড়াও ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, জেলা শাসক অন্তরা আচার্য ও পুলিশের ডিআইজি সুধাকরন। মেলা চলবে ৯ফেব্রুয়ারি পর্যন্ত।

এবারের উৎসবে মূল মঞ্চ করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে এবং দক্ষিণ মঞ্চ অর্থাৎ নাটকের মঞ্চের নাম হয়েছে গিরিশ কার্নাড মঞ্চ। যাত্রার মঞ্চের নামকরণ হয়েছে আভিনেতা চিন্ময় রায়ের নামে। মেলার বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে মরণকূপ, নাগরদোলা, কৃষিজ ফসলের প্রদর্শনী, যাত্রা, নাটক, বাউল ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

একসময় এই মেলায় গরুর গাড়ির দৌড় ছিল প্রধান আকর্ষণ। কিন্তু নিয়মের কড়াকড়িতে তা বন্ধ হয়ে গেছে আনেক দিন। কিন্তু তারপরও সারা বাংলার লোক শিল্পীরা ভিড় করত এই মেলায়। সারা রাত ধরে অগণিত মানুষ শুনত বাউল,দেখত যাত্রা। এখন এই মেলার অনেক  চাকচিক্য বেড়েছে,কিন্তু সাধারণ মানুষ সেই বাংলার পুরনো লোক সংস্কৃতির সোঁদা গন্ধ আর পায় না বলে অনেকেরই অভিযোগ।