জেলা রাজ্য

হাবড়ায় ক্রীড়া বিদ্যালয় চালু হল

বহু বছর বন্ধ ছিল রাজ্যের একমাত্র ক্রীড়া বিদ্যালয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের তা চালু হল। হাবড়ায় ক্রীড়া বিদ্যালয়টি নতুন করে পথচলা সূচনা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উপস্থিত ছিলেন বিধায়ক দীপেন্দু বিশ্বাস, জেলাশাসক চৈতালি চক্রবর্তী, শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা–সহ অন্যরা।
রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা ক্রীড়া প্রতিভাদের তুলে ধরতে রাজ্য সরকারের উদ্যোগে ২০০১ সালে হাবড়া থানার বাণীপুরে চালু হয় রাজ্যের একমাত্র ক্রীড়া বিদ্যালয়। নাম বি আর আম্বেদকর ক্রীড়া বিদ্যালয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় দক্ষদের প্রতিভার বিকাশ ঘটাতে এই উদ্যোগ নেওয়া হয়। ৩০ জন প্রতিভাবান পড়ুয়া এখানে সরকারি খরচে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া প্রশিক্ষণের সুযোগ পায়।
সরকারি সূত্রে খবর, খেলাধুলায় আগ্রহী দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা আর্থিক কারণে যাতে হারিয়ে না যায় তাই রাজ্য সরকার এই স্কুল গড়ে তোলে। ২০০৮–০৯ শিক্ষাবর্ষে পড়ুয়া ভর্তির প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। স্কুলটি চালু করার জন্য জেলা প্রশাসন বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনেন। তিনি তখন স্কুলটি দ্রুত চালু করার নির্দেশ দেন।