২০১৯ সালে হৃত্বিক রোশন অভিনীত ‘সুপার থার্টি’ বলিউডের বক্স অফিসে অন্যতম সাড়া জাগানো ছবি ছিল। বিকাশ বহেল পরিচালিত এ ছবিতে হৃত্বিক দেখা যায় গণিতজ্ঞ আনন্দ কুমারের চরিত্রে, যিনি বিহারের গরিব পড়ুয়াদের বিনা পয়সায় পড়িয়ে আইআইটির প্রবেশিকা পরীক্ষায় পাস করান। ছবিতে তার অনন্য অভিনয় অকুন্ঠ প্রশংসা কুড়ায় দর্শক-সমালোচকদের। নতুন খবর হচ্ছে, ‘সুপার থার্টি’র বিষয়বস্তুতে মুগ্ধ হয়ে এই ছবি নিয়ে হলিউডের এক বিখ্যাত প্রযোজনা সংস্থা আগ্রহ প্রকাশ করেছে। পরিচালনায় কে থাকবেন তা নিশ্চিত হলেই প্রধান চরিত্রে কাকে নেয়া হবে তাও চূড়ান্ত হবে। হলিউডের জন্য সঞ্জীব দত্ত ইংরেজিতে এই ছবির চিত্রনাট্য লিখবেন। ইংরেজি ছবিতে থাকার কথা রয়েছে আনন্দ কুমারেরও। আরও এক সূত্রের খবর, আমেরিকার এক প্রোডাকশন সংস্থার উচ্চ পদস্থ আধিকারিকরা দেখা করেছেন রিল্যায়েন্স এন্টারটেনমেন্টের শুভাশিষ সরকারের সঙ্গেও, যারা প্রযোজনা করেছিল হৃত্বিকের ‘সুপার থার্টি’। তবে এই খবর নিয়ে রিল্যায়েন্স এন্টারটেনমেন্ট এখনও মুখ খোলেনি।
সম্পর্কিত খবর
আলিয়ার চোখ হলিউডে
Posted on Author নিজস্ব সংবাদদাতা
হলিউডের মঞ্চে এর আগে বলিউডের অনেককেই অভিনয় করতে দেখা গেছে
নৃত্যশিল্পীদের সাহায্য করলেন হৃত্বিক
Posted on Author নিজস্ব সংবাদদাতা
করোনার কারণে বিশ্বের অন্যতম বড় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডের কাজ বন্ধই বলা যায়
পুলিস কমিশনারের দফতরে হাজির হলেন হৃতিক
Posted on Author নিজস্ব সংবাদদাতা
মুম্বই পুলিস কমশনারের দফতরে বয়ান রেকর্ড করার জন্য গেলেন হৃত্বিক রোশন