তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’। কঙ্গনা রানাউত এই ছবিতে জয়ললিতার ভূমিকায় আছেন। ছবিতে জয়ললিতার লুক এর জন্য কঙ্গনাকে ওজন বাড়াতে হয়েছে। জানা গেছে ওজন বাড়ানোর জন্য তিনি হরমোনের ওষুধ সেবন করেছেন।
শনিবার জয়ললিতার চরিত্রে কঙ্গনার লুক প্রকাশ পেয়েছে। এই লুকে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছেন। ডাবল চিন, মাঝে সিঁথি, শাড়িতে চেহারা একেবারেই পাল্টে গেছে কঙ্গনার। কঙ্গনা রনৌতের এই ‘থালাইভি লুক’ তৈরি করেছেন হলিউডের প্রস্থেটিক বিশেষজ্ঞ জেসন কলিন্স। ছবির চরিত্রের জন্য ছিপছিপে গড়নের কঙ্গনাকে পেট, উরু, এবং কোমরে মেদ বাড়াতে হয়েছে। কঙ্গনার মুখও গোল না। মুখেও মেদ বাড়াতে হয়েছে। এসব কারণে তাকে হালকা মাত্রার হরমোনের ওষুধ খেতে হয়েছে।
বায়োপিকটি মুক্তি দেওয়া হবে তামিল ও হিন্দি ভাষায়। দক্ষিণের জনপ্রিয় পরিচালক এ এল বিজয় ‘থালাইভি’ পরিচালনা করছেন। ২০২০ এর ২৬ জুন ছবিটি মুক্তি পাবে।