হংকংয়ের পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের ভেতরে শতাধিক বিক্ষোভকারীকে আটকে রেখেছে পুলিশ। আন্দোলন কার্যক্রমে প্রায় দুই দিনের স্থবিরতার পর বিক্ষোভকারীরা সোমবার পর্যটন এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা পুলিশের জলকামান ও সাঁজোয়া যানের সামনে সারা দিন লড়াই করেন। সংঘর্ষ রাত অবধি চলে। এ সময় কেউ কেউ স্লোগান দেন, ‘চলছে আমাদের বিপ্লব, হংকংকে মুক্তি দিন।’ পাঁচ মাসের বেশি সময় ধরে চীনশাসিত শহরটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। সোমবার সকালে ক্যাম্পাসজুড়ে অনিশ্চয়তায় ঘেরা নানা কার্যক্রম দেখা যায়। প্রতিবাদকারীদের কেউ কেউ বেরিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে কেউ কেউ কমপ্লেক্সের আশপাশে পেট্রলবোমার বাক্স বসিয়ে অবরোধ আরও শক্তিশালী করেন।