বিনোদন

সৎ মা না বলতে অনুরোধ করিনার

১৯৯১ সালে ভালোবেসে অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাইফ আলি খান। কিন্তু সেই সম্পর্ক হঠাৎ করেই ভেঙে যায়। ২০০৪ সালে এই তারকা দম্পতি সংসার জীবনের ইতি টানেন। সারা আলি খান ও ইব্রাহিম খান নামে তাদের দুই সন্তান রয়েছে।

অমৃতার সঙ্গে সংসার জীবনের ইতি টানার পর ২০১২ সালে করিনা কাপুর খানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বলিউডের এই অভিনেতা। তৈমুর আলি খান নামে তাদের একটা ছেলে সন্তানও রয়েছে। এদিকে, সাইফের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর করিনা কাপুর খানকে একটি কথা সবচাইতে বেশি শুনতে হয়। আর তা হলো- ‘সৎ মা।’ আর এ শব্দটা এই অভিনেত্রীকে সবসময় কষ্ট দেয়। কেননা সাইফের আগের ঘরের সন্তানদের সঙ্গে বেবোর ভালো সম্পর্ক রয়েছে। সৎ মায়ের এই ট্যাগ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে করিনা কাপুর খান বলেন, ‘মানুষ এখনও আমাকে সৎ মা বলে সম্বোধন করে। কিন্তু আমি বুঝি না কেন আমাকে এটি বলা হয়। কারণ আমি আমার জীবনকে এভাবে দেখিনি। তাই আমি মনে করি, অন্যদেরও এমনটি করা উচিত নয়।’