দেশে কনভিড–১৯–এ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ জন। গাজিয়াবাদে ওই আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে। অল্প সংখ্যক ভারতীয়ের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিললেও সম্প্রতি ভারতে বেড়াতে আসা ইটালির ১৫ জন পর্যটকের শরীরে এই ভাইরাস মেলার পরই সংখ্যাটা বেড়ে যায়।
করোনাভাইরাস আতঙ্কের জেরে এই মাসের শেষের দিকে ব্রাসেলসে হতে চলা ভারত–ইইউ শীর্ষ সম্মেলন স্থগিত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার একথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানান, দু’পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত হয়েছে সুবিধামতো ওই শীর্ষ সম্মেলন হবে। ওই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
রবীশ কুমার এদিন আরও জানান, ভারতে বেড়াতে আসা ৪৯৫ জন ইরানের পর্যটকের সন্ধান মিলছে না তাঁদের ব্যাপারে ইরানের দূতাবাসকে জানানো হয়েছে। তবে করোনাভাইরাস ছড়ানোর আগেও বেড়াতে আসা পর্যটকরা এখন ভারত ছাড়তে পারবেন না কারণ এখন ইরান–ভারতের মধ্যে উড়ান বন্ধ। বিদেশ মন্ত্রকের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আগেই রাজ্যসভায় জানিয়েছিলেন, কনভিড–১৯ মোকাবিলায় পদক্ষেপ করছে সরকার। আগ্রায় কনটেনমেন্ট ফেসিলিটি খোলা হয়েছে।