এবার করোনা আতঙ্কে স্থগিত হল ভারতের অস্কার খ্যাত ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি’ বা আইফা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। আগামী ২১ মার্চ ভোপালে এই অ্যাওয়ার্ডের প্রি-ইভেন্ট এবং এরপর ২৭-২৯ তারিখ পর্যন্ত ইন্দোরে মূল পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা স্থগিত করা হয়েছে। আইফার আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সবার মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই বিষয়টি বিবেচনা করে আয়োজক কর্তৃপক্ষ মধ্য প্রদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছেন। এরপর সংশ্লিষ্টরা এই মাসের শেষে অনুষ্ঠিতব্য আইফা অ্যাওয়ার্ড স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। নতুন তারিখ জানানো হবে খুব শিগগির।