নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হওয়া ১৪৪টি মামলার শুনানিতে কিছুটা কেন্দ্রের জবাব তলব করল সুপ্রিম কোর্ট। বুধবার সকালে ওই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এখনও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কোনও স্থগিতাদেশ নয়। তার আগে কেন্দ্রের বক্তব্য শুনতে হবে। গঠিত হবে সাংবিধানিক বেঞ্চ। এই নিয়ে কেন্দ্রীয় সরকারকেও নোটিস দিয়েছে সর্বোচ্চ আদালত।
আদালত সূত্রে খবর, প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে আজ ওইসব মামলা ওঠে। অধিকাংশ মামলাতেই দাবি ছিল প্রত্যাহার করতে হবে। সেই আবেদন আপাতত গ্রাহ্য করল না সুপ্রিম কোর্ট। উলটে ওইসব পিটিশনের প্রেক্ষিতে কেন্দ্রকে নোটিস দিল শীর্ষ আদালত। পাশাপাশি মামলাগুলিকে সাংবিধানিক বেঞ্চে পাঠানোর ইঙ্গিত দিল শীর্ষ আদালত।
এদিন অ্যাটর্নি জেনারেল বেণুগোপাল পিটিশনের জবাব দেওয়ার জন্য ৬ সপ্তাহ সময় চেয়ে আদালতে আবেদন করেছিলেন। আবেদনকারীদের পক্ষে শীর্ষ আইনজীবী কপিল সিবাল আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন, আপাতত সিএএ’র বাস্তবায়ন এবং এনপিআর নিয়ে গতিবিধি স্থগিত রাখা হোক। কিন্তু সেই দাবি খারিজ করে দিয়ে শীর্ষ আদালত জানায়, কেন্দ্রের জবাব না শুনে নাগরিকত্ব আইনে স্থগিতাদেশ দেওয়া হবে না। তবে সিবালরা এই বিষয়কে সাংবিধানিক বেঞ্চে পাঠানোর যে আর্জি জানিয়েছিলেন, তা মেনে নেওয়া হবে। আর চার সপ্তাহে কেন্দ্রের জবাব পাওয়ার পর পঞ্চম সপ্তাহে এই মামলার শিডিউল তৈরির জন্য বৈঠকে বসবে তিন বিচারপতির বেঞ্চ।
