পেঁয়াজ ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা রসিকতা। এবার বলিউড অভিনেতা অক্ষয় কুমার স্ত্রীকে পেঁয়াজের কানের দুল উপহার দিয়ে সর্বত্রই আলোচনার জন্ম দিয়েছেন। অক্ষয় পত্নী টুইঙ্কল খান্না তার ইনস্টাগ্রামে কানের দুলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার পার্টনার (অক্ষয় কুমার) কপিল শর্মার শো থেকে ফিরে আমাকে বলল, ‘কারিনা কাপুরকে এই দুল দেখিয়েছে। আমার মনে হয়, কারিনার খুব একটা ভালো লাগেনি। কিন্তু আমি জানতাম তোমার এটা পছন্দ হবে। তাই এটা তোমার জন্য নিয়ে এসেছি।’ অনেক সময় খুব ছোট জিনিসও হৃদয় ছুঁয়ে যায়।’
অক্ষয় কুমার ও কারিনা কাপুর সম্প্রতি ‘দ্য কপিল শর্মা’ শো-তে অংশ নেন। তাদের আগামী সিনেমা ‘গুড নিউজ’-এর প্রচারণার জন্যই মূলত তারা সেখানে যান। আগামী ২৭ ডিসেম্বর ‘গুড নিউজ’ মুক্তি পাবে।