বিনোদন

স্ত্রীকে নিয়ে হাসপাতালে অক্ষয়

হঠাৎ করেই স্ত্রী টুইঙ্কলকে নিয়ে অক্ষয় কুমার হাসপাতালে গেলেন। কিন্তু কেন তাকে হঠাৎ করেই নিয়ে যেতে হলো হাসপাতালে?

রোববার (২৯ মার্চ) সকালে অসুস্থ টুইঙ্কলকে নিয়ে অক্ষয় হাসপাতালে ছুটলেন। আর তার এই অসুস্থতার খবরে ভক্তকূলের মধ্যে উদ্বিগ্নতা ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রামে টুইঙ্কল নিজেই একটি ভিডিও শেয়ার করে ভক্ত-অনুরাগীদের সেই উদ্বিগ্নতা দূর করলেন। নিশ্চিত করলেন- করোনা আক্রান্ত হননি তিনি। তবে পা ভেঙে গেছে তার। আর তা ড্রেসিং করতেই হাসপাতালে যাওয়া। কিন্তু কীভাবে পা ভাঙলো, সে বিষয়ে টুইঙ্কল কিছু জানাননি।

টুইঙ্কল’র সেই ভিডিও পোস্টে কমেন্ট করেছেন অনেকে। অধিকাংশ কমেন্টই- ‘দ্রুত সুস্থ হয়ে উঠো।’

শনিবার (২৮ মার্চ) করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অক্ষয় কুমার ২৫ কোটি টাকা দান করেছেন। এই দুঃসময়ে অক্ষয়ের এই পদক্ষেপে ভক্ত-অনুরাগীরা খুশি, টুইঙ্কলও উচ্ছ্বসিত।