এখন থেকে বিদেশি অবিবাহিত যুগলরাও একসঙ্গে থাকার জন্য হোটেলের রুম ভাড়া করতে পারবেন সৌদি আরবে। দেশটির নতুন একটি ভিসা প্রক্রিয়ায় এই ঘোষণা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।ঘোষণা অনুযায়ী, নারীরা এখন থেকে একাও থাকতে পারবেন হোটেল রুমে। আগে যুগলেরা বিবাহিত কিনা সেটার কাগজপত্র দেখাতে বলা হত। কিন্তু সেই নিয়ম এখন বিদেশিদের জন্য শিথিল করা হয়েছে।
নতুন ভিসা নিয়মে বলা হয়েছে, বিদেশি পর্যটকদের শরীর সম্পূর্ণ ঢেকে রাখতে হবে না। কিন্তু তারা আশা করছে পর্যটকরা মার্জিত পোশাক পরবে।এছাড়া অ্যালকোহল নিষিদ্ধই থাকবে। বিশ্লেষকদের মতে, ভিসা প্রক্রিয়া শিথিল করার ফলে সৌদি আরবে পর্যটক বা মানুষের ভ্রমণ বাড়তে পারে।