জেলা রাজ্য

সোমবার থেকে স্কুল ছুটি ৩১ পর্যন্ত!‌

আজ থেকে পাঠশালা ছুটি…….‌। সংলাপটি বিখ্যাত ছবির হলেও এখন এটাই বাস্তব চিত্র হয়ে উঠল গোটা দেশে তথা বঙ্গে। বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ও সংক্রমণের আশঙ্কায় রাজ্যে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সোমবার থেকে ৩১ মার্চ পর্যন্ত সমস্ত সরকারি–বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল–কলেজ এবং মাদ্রাসা–সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। তবে সূচি অনুযায়ী চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
রাজ্য সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ পরীক্ষাও বন্ধ থাকবে। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সূচি মেনেই চলবে। চলবে অন্যান্য বোর্ডের পরীক্ষাও। নির্দেশিকা জারি করে আগেই কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ খড়গপুর আইআইটি। এদিন পর্যন্ত ক্লাস অথবা সেমিনার কোনওকিছুই করা হবে না। তাই আজ সকাল থেকেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন ছাত্রছাত্রীরা। আজ সকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একই নির্দেশিকা জারি করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার কলকাতার সাউথ পয়েন্ট কর্তৃপক্ষ পড়ুয়াদের স্বার্থের কথা ভেবে জুনিয়র ও হাইস্কুল বিভাগ ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে। ৩১ মার্চের পর পরবর্তী নির্দেশিকা জারি করবে কর্তৃপক্ষ। করোনা ভাইরাস সম্পর্কে সাবধানতা অবলম্বনের জন্য গত ৫ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি নির্দেশিকা আসে। তার প্রেক্ষিতে ১৩ মার্চ বিশ্বভারতী কর্তৃপক্ষ জরুরি সভা ডাকা হয়েছে। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে, যতদিন না পরবর্তী নির্দেশিকা বেরোচ্ছে ততদিন পর্যন্ত পড়ুয়াদের হোস্টেলে ফিরতে মানা করা হয়েছে।